ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। নগদ অর্থসহ তিনটি স্মার্টফোন চুরি হওয়ায় পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেতা।
সোমবার (২ নভেম্বর) সকালে এ চুরির ঘটনা ঘটে বলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।
তিনি জানান, ঘটনার দিন সকাল ৮টা ৪০ মিনিটের দিকে তিনি মর্নিং ওয়াকে বের হন। এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরে ড্রয়িং রুমে এসে তার ব্যবহৃত স্যামসাং এস টুয়েন্টি আল্ট্রা এবং আরেকটি অপ্পো ফোন খুঁজে পাননি। এছাড়াও ড্রয়ারে নগদ ২২ হাজার টাকা ছিল, সেটিও নেই। তার পিএস আরিফের ব্যবহৃত ইনফিনিক্স মোবাইল ফোনটিও খুঁজে পাননি তিনি।
অভিনেতা আরও জানান, মর্নিং ওয়াকে যাওয়ার পর সুযোগ বুঝে চোর বাসায় প্রবেশ করে তিনটি মোবাইল ফোন ও নগদ ২২ হাজার টাকা হাতিয়ে নেয়। চুরি যাওয়া ফোনগুলোর আইএমইআইসহ সমস্ত তথ্যই পুলিশকে দেয়া হয়েছে। শিগগিরই চোরদের খুঁজে বের করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।
ঘটনার দিন অভিযোগ জানাতে ভাটারা থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওমর সানী।
জেডএস/