বিনোদন

পপির সেই মন্তব্যের জবাব দিলেন ওমর সানী

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বহু বছর ধরে সিনেমা থেকে দূরে থাকা চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। সম্প্রতি গণমাধ্যমকে তিনি প্রকাশ্যে জানান, অনেক আগে তিনি বিয়ে করেছেন। সাথে তিনি একটি পুত্রসন্তানের মা হয়েছেন।  

তিনি আরও বলেন, সিনেমার কারণে অনেক বদনাম পেয়েছেন। তাই আর সিনেমায় অভিনয় করবেন না। তিনি স্বামী-সন্তান নিয়েই সুখে থাকতে চান।

পপির এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন নব্বই দশকের নায়ক ওমর সানী। তিনি বলেন, পপির এভাবে কথা বলা উচিত ছিল না। সে যদি এমন কিছু বলে, তাহলে নিজেকে ছোট করেছে। সানী আরও বলেন, পপি সিনেমা নিয়ে এমন কথা বলে শিল্পকে ছোট করেছে।

ফেব্রুয়ারিতে পপির প্রকাশ্যে আসার পর তিনি কিছুদিন ব্যক্তিগত বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেছিলেন, তবে মার্চ মাস থেকে ফের আড়ালে চলে যান।  তার এই আড়ালে থাকার কারণে কয়েকটি সিনেমার কাজ আটকে রয়েছে।  এর মধ্যে রয়েছে আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ এবং রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমা দুটি। 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সাদিকা পারভিন পপি #ওমর সানী