জাতীয়

বাহিনী প্রস্তুত আছে, সীমান্তে কোন রকম অশান্তি হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

হাবিব আহমেদ, রাজশাহী প্রতিনিধি

ছবি: সংগৃহীত

সীমান্তে নিরাপত্তার কোনও অভাব নেই। আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ। আমার বাহিনী যেকোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আছে। কোনও রকমের অশান্তি বর্ডারে হবে না বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৭ মে) সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ডেপুটি জেলার ১৪তম ব্যাচ ও কারারক্ষীদের ৬২তম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘সীমান্তে পুশিংয়ের সংখ্যা বেড়েছে। এ জন্য আমরা প্রতিবাদও করেছি। যারা আমাদের দেশি, আমাদেরই ভাই- তাদের ক্ষেত্রে আমরা ভারতকে বলছি, তোমরা প্রোপার চ্যানেলে পাঠাও। ওনারা এটা করতেছে না। এই জন্য আমরা বলতেছি যে তোমরা প্রোপার চ্যানেলে পাঠাও। সে যদি আমাদের দেশের নাগরিক হয়, অবশ্যই আমরা তাদের অ্যাকসেপ্ট করবো।

ভারতে সঙ্গে এ বিষয়ে বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছেন তারা এ বিষয়ে যোগাযোগ করছেন।

ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন,  গত ঈদ কিন্তু মাশাল্লাহ অনেক ভালভাবে হয়েছে। আপনারা (সাংবাদিকরা) কিন্তু বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। এই ঈদও যেন একই মাপে হয়, সে জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছি।

এর আগে কুচকাওয়াজ পূর্ববর্তী বক্তব্যে উপদেষ্টা বলেন, বন্দিকে অপরাধীনয়, সংশোধন যোগ্য মানুষ হিসেবে দেখতে হবে। - এই দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠার জন্যই সরকারের পক্ষ থেকে ‘সংশোধন মূলক শিল্পপার্ক’ তৈরিসহ নানাবিধ উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। সেখানে বন্দিরা প্রশিক্ষিত হয়ে দক্ষ জনবল হিসেবে নিজেকে গড়ে তোলার পাশাপাশি জেলে বসেই আয় রোজগারের সুবিধা পাবে এবং পরিবারকেও আর্থিকভাবে সহায়তা করতে পারবে।

প্রসঙ্গত, ১৮ জন নবীন ডেপুটি জেলার তিন মাস এবং ৫০৮ জন কারারক্ষী ছয় মাসব্যাপী প্রশিক্ষণ শেষে আজকে সমাপনী কুচকাওয়াজে অংশ নেন। কুচকাওয়াজ শেষে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ডেপুটি জেলার ও নবীন কারারক্ষীদের হাতে ক্রেস্ট তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বরাষ্ট্র উপদেষ্টা