কাশ্মীরে হামলার পর চারদিন ধরে পাকিস্তানের সঙ্গে ভারতের সামরিক সংঘাত চলে। এই ঘটনার পর পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে এখনো উত্তেজনা চলছে। আর এর মধ্যেই পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দুই দিনের সফরে নিজ রাজ্য গুজরাটে আছেন নরেন্দ্র মোদি। সোমবার এক জনসভায় যোগ দিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে তিনি বলেন, শান্তিতে জীবনযাপন করুন, রুটি খান, অন্যথায় আমাদের কাছে বুলেট আছে।
এসময় তিনি আরও বলেন, পাকিস্তানের জনগণ, বিশেষ করে যুবকরা, দেশটিকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্তি দিতে পারবে। পাকিস্তানকে সন্ত্রাসবাদের অসুখ থেকে মুক্তি দিতে হলে, দেশটির জনগণকে এগিয়ে আসতে হবে।
নরেন্দ্র মোদির এই বক্তব্যের নিন্দা জানিয়ে মঙ্গলবার বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে নরেন্দ্র মোদির বক্তব্যকে স্পষ্ট উস্কানি বলে উল্লেখ করা হয়েছে।
এনএস/