আর্কাইভ থেকে জাতীয়

রামপুরা-আমুলিয়া-ডেমরা ৪-লেন মহাসড়কে বিনিয়োগ করবে চীনা কনসোর্টিয়াম

রামপুরা-আমুলিয়া-ডেমরা ৪-লেন মহাসড়কে বিনিয়োগ করবে চীনা কনসোর্টিয়াম

পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) উদ্যোগের আওতায় ৪-লেন বিশিষ্ট রামপুরা-আমুলিয়া-ডেমরা মহাসড়ক প্রকল্প বাস্তবায়নে বিনিয়োগ করবে চীনা কনসোর্টিয়াম।

আজ বুধবার (১০ নভেম্বর) অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) নীতিগতভাবে এ প্রস্তাব অনুমোদন করেছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে আজ অনুষ্ঠিত চলতি বছরের সিসিইএ-এর ৩২তম বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে পিপিপি’র ভিত্তিতে চার লেন প্রকল্পের উন্নীতকরণ কাজ কনসোর্টিয়াম অফ চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লি: (সিসিসিসিএল) ও চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন (সিআরবিসি) বাস্তবায়ন করবে।

তিনি জানান, প্রকল্পটির আনুমানিক ব্যয় প্রায় ২ হাজার ৯৩ টাকা কোটি টাকা, যা সম্পূর্ণ চীনা কনসোর্টিয়াম বিনিয়োগ করবে। এছাড়া এই কনসোর্টিয়াম মহাসড়কটি ২৫ বছর ধরে রক্ষণাবেক্ষণ করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন রামপুরাআমুলিয়াডেমরা | ৪লেন | মহাসড়কে | বিনিয়োগ | করবে | চীনা | কনসোর্টিয়াম