আর্কাইভ থেকে বাংলাদেশ

রিজওয়ান-ফখর তাণ্ডবে অজিদের সামনে রানের পাহাড়

রিজওয়ান-ফখর তাণ্ডবে অজিদের সামনে রানের পাহাড়

মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের দুর্দান্ত অর্ধশত রানে ভর করে অজিদের সামনে রানের পাহাড় দাঁড় করিয়েছে পাকিস্তান। দ্বিতীয়বারের মতো স্বপ্নের ফাইনালে যেতে হলে ১৭৭ রান করতে হবে অজিদের।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এতে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৭১ রান।

৩৪ বলে ৫ চারে বাবর ৩৯ রান করে ফিরলেও থেকে যান রিজওয়ান। ব্যাটে রানের ফোয়ারা ছোটান তিনি। এ পথে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েন উইকেটরক্ষক-ব্যাটার। তাকে দারুণ সঙ্গে দেন ফখর। তাতে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় পাকিস্তান।

কিন্তু হঠাৎ মিচেল স্টার্কের বল তুলে খেলতে গিয়ে ফেরেন রিজওয়ান। বিদায়ের আগে ৫২ বলে ৩ চারে বিপরীতে ৪ ছক্কায় খেলেন ৬৭ রানের বিধ্বংসী ইনিংস। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন রিজওয়ানফখর | তাণ্ডবে | অজিদের | সামনে | রানের | পাহাড়