ক্যারিয়ারের শুরু থেকেই ফর্মের তুঙ্গে আছেন বাবর আজম। ২০২১ সালটাও দারুণ কাটছে তার। ব্যাটে নিয়মিত রান পাচ্ছেন তিনি।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দারুণ খেলেছেন বাবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৪ বলে ৫ চারে ৩৯ রানের ইনিংস খেলেন তিনি। এ পথে দ্রুততম আড়াই হাজার রান করার রেকর্ড গড়েছেন পাকিস্তান অধিনায়ক। ৬২ ইনিংসে এ কৃতিত্ব দেখিয়েছেন বাবর।
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে দ্রুতম আড়াই হাজারি ক্লাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ৬৮ ইনিংসে এ কীর্তি গড়েছেন তিনি। তৃতীয় স্থানে আছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৭৮ ইনিংসে এ রান সংগ্রহ করেছেন তিনি।
পরের দুটি স্থানে আছেন যথাক্রমে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এবং আয়ারল্যান্ডের পল স্টার্লিং। তারা আড়াই হাজারি ক্লাবে ঢুকেছেন ৮৩ ও ৮৯ ইনিংস খেলে।
এস