আর্কাইভ থেকে দুর্ঘটনা

বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে আহত ৫

বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে আহত ৫
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় বিআরটি প্রকল্পের একটি ক্রেন উল্টে প্রায় পাঁচজন আহত হয়েছেন। এ সময় ক্রেনটি উল্টে যাওয়ায় মহাসড়কের এক পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকার পর বিকল্প উপায়ে তা চালু হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে হঠাৎ বিআরটি প্রকল্পের একটি ক্রেন মহাসড়কের পূর্ব পাশে পড়ে যায়। এ সময় প্রায় পাঁচজন পথচারী আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম গণমাধ্যমে জানান, শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।  

এ সম্পর্কিত আরও পড়ুন বিআরটি | প্রকল্পের | ক্রেন | উল্টে | আহত | ৫