আর্কাইভ থেকে ফুটবল

কাদিজের বিপক্ষে মাদ্রিদের কষ্টের জয়

কাদিজের বিপক্ষে মাদ্রিদের কষ্টের জয়
রিয়াল মাদ্রিদ যেখানে বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে ব্যস্ত সেখানে কাদিজ ব্যস্ত রেলিগেশন জোন থেকে নিজেদের বিপদ মুক্ত রাখতে। এমন ম্যাচে কাদিজের বিপক্ষে জয় পেতে বেশ কষ্টই করতে হলো স্প্যানিশ জায়ান্টদের। শনিবার লা লিগার ম্যাচে করিম বেনজেমা, রদ্রিগোরাদের আক্রমণের ঢেউ আছড়ে পড়তে থাকল কাদিজ গোলরক্ষকের বাঁধে। পোস্ট ও ক্রসবারও বাধ সাধল। ফরোয়ার্ডদের ব্যর্থতার এই দিনে রিয়ালকে প্রথম গোল এনে দেন ডিফেন্ডার নাচো ফার্নান্দেস। চার মিনিট পর দ্বিতীয় গোলটি করেন আসেনসিও। নাচো আর আসেনসিওর গোলে কাদিজকে ২-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। হূর্মূহু আক্রমণের তোড়ে মৌসুমে এক ম্যাচে সবচেয়ে বেশি শটের রেকর্ডও গড়লো তারা। ম্যাচে মোট ৩৫টি শট নিয়েছে রিয়াল মাদ্রিদ। যা এবারের লা লিগায় এক ম্যাচে কোনো দলের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল আলমেরিয়ার বিপক্ষে রিয়ালেরই ২৯ শট। এই জয়ে লা লিগায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে আনল কার্লো আনচেলত্তির দল। শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ২৮ ম্যাচে ৭২। এক ম্যাচ বেশি খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬২।

এ সম্পর্কিত আরও পড়ুন কাদিজের | বিপক্ষে | মাদ্রিদের | কষ্টের | জয়