খেলাধুলা

ক্রীড়াঙ্গনে মার্কিন নির্বাচন

যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনে কে এগিয়ে, কমলা না ট্রাম্প!

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

প্রতিবারের মতো যুক্তরাষ্ট্রের নির্বাচনের হাওয়া ক্রীড়াঙ্গনে লেগেছে। দেশটির বাস্কেটবল, ইউএফসি বা ফুটবল তারকারা বেছে নিয়েছেন পছন্দের প্রার্থীদের।

যুক্তরাষ্ট্রে বাস্কেটবল কিংবদন্তি তারকার অভাব নেই। কোবি ব্রায়ান্ট, মাইকেল জর্ডানদের জায়গায় এখন লেব্রন জেমস-স্টেফ কারির নাম শোনা যায়। লেব্রন জেমস সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন কমলা হ্যারিসের পক্ষে। 

এর আগে ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্পকে ‘লেজি প্রেসিডেন্ট’ বলে মন্তব্য করেছিলেন জেমস। কমলার পক্ষে করা পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের এখানে চিন্তা করার কিছু তো নেই! যখন আমার পরিবার-সন্তান কীভাবে বড় হবে চিন্তা করি, তখন আমার পছন্দ একেবারেই স্পষ্ট। কমলা হ্যারিসকে ভোট দাও।‘ 

যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার মেগান র‍্যাপিনো কমলা হ্যারিসের পক্ষে। তিনি ২০১৯ সালে মেয়েদের বিশ্বকাপ জয়ের পর বেতনবৈষম্য নিয়ে আলাপ তুলেছিলেন। এরপর পুরুষ ও নারী দলের সমান বেতন দেয়ার নিয়ম করে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সঙ্গে র‍্যাপিনোর সম্পর্ক খুব একটা ভালো নয়। 

ইন্সটাগ্রামে এই সাবেক ফুটবলার লিখেছেন, ‘আমি কমলা হ্যারিসকে ভোট দিচ্ছি কারণ আমি যৌথভাবে রাষ্ট্র গঠনের শক্তিতে বিশ্বাস করি- এভাবেই স্থায়ী পরিবর্তন আনা সম্ভব। আমি অনেক পন্থা ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে একটি লক্ষ্যের দিকে কাজ করে যাচ্ছি। সামনে এগিয়ে যাওয়ার লড়াই ও সকলের জন্য অগ্রগতি নিশ্চিত করা আমার কাছে মূল্যবান। আসুন ভবিষ্যৎ সুন্দর করার জন্য ঐক্যবদ্ধ হই।‘ 

অন্যদিকে আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ- ‘ইউএফসি’ থেকে অনেক বেশি সমর্থন আছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। ট্রাম্প নিজে এই খেলার নিয়মিত দর্শক। আর এদিকে ন্যাশনাল ফুটবল লিগে (এনএফএ) এবং ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ) থেকে সমর্থন পাবেন কমলা হ্যারিস। 

যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট শুরু হয়েছে আজ। যেখানে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প লড়ছেন। এবারের নির্বাচন অন্যবারের তুলনায় ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে বলে জানা যায়। 

এম এইচ//  

 

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্র নির্বাচন | ক্রীড়াঙ্গন | কমলা হ্যারিস | ডোনাল্ড ট্রাম্প