আর্কাইভ থেকে বাংলাদেশ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৩১ জন হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৩১ জন হাসপাতালে

দেশে গেলো নতুন করে ১৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৮৮ জন এবং ঢাকার বাইরের ভর্তি হয়েছেন ৪৪ জন। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। 

আজ রোববার (১৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে আজ রোববার (১৪ নভেম্বর) পর্যন্ত হাসপাতালে সর্বমোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৫ হাজার ৬৩৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৯০৩ জন রোগী। ডেঙ্গুতে এ সময়ে মধ্যে মারা গেছেন ৯৭ জন।  

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬৩৪ জন রোগী ভর্তি রয়েছে।  

এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫০৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১২৭  জন।  

এ সম্পর্কিত আরও পড়ুন ডেঙ্গুতে | আক্রান্ত | হয়ে | আরও | ১৩১ | জন | হাসপাতালে