আর্কাইভ থেকে আইন-বিচার

স্বামীকে এসিড নিক্ষেপ মামলায় জামিনেই কণ্ঠশিল্পী মিলা

স্বামীকে এসিড নিক্ষেপ মামলায় জামিনেই কণ্ঠশিল্পী মিলা

সাবেক স্বামী পারভেজ সানজারিকে এসিড নিক্ষেপের অভিযোগে দায়ের করা মামলায় জামিনেই থাকছেন কণ্ঠশিল্পী তাশবিহা বিনতে শহীদ মিলা এবং তার সহযোগী কিমজন পিটার হালদার ওরফে কিম।

রোববার (১৪ নভেম্বর) ঢাকার এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়ার আদালতে আসামিদের জামিন বাতিলের আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। শুনানি শেষে আদালত আবেদনটি নাকচ করে দেন।

ইশরাত হাসান বলেন, পারভেজ সানজারির ভাই অ্যাডভোকেট আল-আমিনকে মামলা পরিচালনা না করতে ভয়-ভীতি দেখিয়েছেন মিলা এবং তার সহযোগী। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সেখানে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই, আমরা তাদের মামলা বাতিলের প্রার্থনা করছি। আদালত আবেদনটি নামঞ্জুর করেছেন।

এর আগে মিলা এবং কিমের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।

মিলার সাবেক স্বামী এসএম পারভেজ সানজারির ওপর এসিড নিক্ষেপের অভিযোগে তার বাবা এস এম নাসির উদ্দিন উত্তরা পশ্চিম থানায় ২০১৯ সালের ৪ জুন মামলাটি দায়ের করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন স্বামীকে | এসিড | নিক্ষেপ | মামলায় | জামিনেই | কণ্ঠশিল্পী | মিলা