আর্কাইভ থেকে ফুটবল

মেসি-এমবাপ্পের রেকর্ডের রাতে পিএসজির দাপুটে জয়

মেসি-এমবাপ্পের রেকর্ডের রাতে পিএসজির দাপুটে জয়
ফ্রান্স লিগ ওয়ানে মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল পিএসজি বনাম লেন্স। ম্যাচে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের রেকর্ডের দিনে দুর্দান্ত জয় তুলে নিয়েছে পিএসজি। শনিবার (১৫ এপ্রিল) রাতে প্যারিসিয়ানদের ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে লেন্সের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় স্বাগতিকরা। এই জয়ে লিগের শীর্ষস্থান আরও মজবুত করলো ফরাসি চ্যাম্পিয়নরা। ম্যাচের ১৯তম মিনিটে আশরাফ হাকিমিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লেন্সের আবদুল সামাদ। আর তাতেই ১০ জনের দলে পরিণত হয় লেন্স। এতে প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পিএসজিকে। ম্যাচের ৩১ মিনিটে ভিতিনহার পাস থেকে গোল করে পিএসজিকে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। এই গোলে লিগ ওয়ানে পিএসজির হয়ে সর্বোচ্চ গোলের মালিক এখন এমবাপ্পে। ১৩৯ গোল করে উরুগুয়েন স্ট্রাইকার এদিনসন কাভানিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে। এর ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ভিতিনহা। এরপর ৪০তম মিনিটে স্কোরকার্ডে নাম লেখান মেসি। প্রতিপক্ষের বক্সের বাইরে একজনকে কাটিয়ে এমবাপ্পেকে পাস দিয়ে ভেতরে ঢুঁকে পড়েন আর্জেন্টাইন মহাতারকা। সতীর্থের ফিরতি পাসে গোলরক্ষককে পরাস্ত করেন এই খুদে জাদুকর। এই গোলে রেকর্ডবুকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে বসলেন মেসি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে সর্বোচ্চ গোলের মালিকানা ছিল একা রোনালদোর দখলে। বর্তমানে সৌদি ক্লাব আল-নাসর তারকা ৪৯৫টি গোল নিয়ে শীর্ষে ছিলেন তিনি। রোনালদোর সেই রেকর্ড ভাঙার পথে এগিয়ে গেলেন মেসি। বিরতির পর ৬০ মিনিটে পেনাল্টি থেকে লেন্সের হয়ে ব্যবধান কমান ফ্রাঙ্কোভস্কি। কিন্তু হার এড়াতে পারেননি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে চলতি আসরে প্রথম লেগে একই ব্যবধানে হারের প্রতিশোধ নিল প্যারিসিয়ানরা। ৩১ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান পোক্ত করল পিএসজি।

এ সম্পর্কিত আরও পড়ুন মেসিএমবাপ্পের | রেকর্ডের | রাতে | পিএসজির | দাপুটে | জয়