আর্কাইভ থেকে দেশজুড়ে

৩১৭ যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে ‘সোনার বাংলা স্পেশাল’

৩১৭ যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে ‘সোনার বাংলা স্পেশাল’
দুর্ঘটনায় পড়া চট্টগ্রাম-ঢাকা রুটের বিরতিহীন সোনার বাংলা স্পেশাল বুধবার (১৯ এপ্রিল) ঢাকা স্টেশন ছেড়েছে। ৩০ মিনিট বিলম্বে সকাল সাড়ে ৮টায় এই স্পেশাল ট্রেনটি কমলাপুর রেলস্টেশনের ২ নাম্বার প্লাটফর্ম থেকে ছেড়ে যায়। গেলো  রোববার (১৬ এপ্রিল) দুর্ঘটনায় পড়েছিল সোনার বাংলা এক্সপ্রেস।  যে কারণে পরের দিন ১৭ এপ্রিল ঢাকা স্টেশন থেকে ট্রেনটির শিডিউল যাত্রা বাতিল করা হয়। তবে সেদিনের যাত্রীরা ৩০২০ নাম্বার মিটারগেজ লোকমোটিভের সঙ্গে ১৪ কোচের বিশেষ এই ট্রেনে যাত্রী আছেন ৩১৭ জন। ঢাকা বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ১৭ এপ্রিলের এই ট্রেনের মোট ৫৮৪টি আসন বিক্রি হয়েছিলো। এর মধ্যে দুর্ঘটনার পর ২৬৭টি আসন রিফান্ড করেন যাত্রীরা। অবশিষ্ট ৩১৭ জন যাত্রী এই ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন ৩১৭ | যাত্রী | নিয়ে | ঢাকা | ছেড়েছে | সোনার | বাংলা | স্পেশাল