আর্কাইভ থেকে বাংলাদেশ

ছয় দিন পর মৃত্যুশূন্য রাজশাহী মেডিকেল

ছয় দিন পর মৃত্যুশূন্য রাজশাহী মেডিকেল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের গেল একদিনে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি।  ছয়দিন পর আবারো মৃত্যুহীন দিন দেখলো রামেক হাসপাতালের করোনা ইউনিট।

বুধবার (১৭ নভেম্বর) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, এ মাসের ৭ নভেম্বর ও ১১ নভেম্বর ছিল মৃত্যুহীন দিন। এর আগে ৩১ অক্টোবর ও ১৫ মে রামেক হাসপাতালের করোনা ইউনিটের দিনগুলো ছিল মৃত্যুহীন। গেল দিনে আবারো ছয়দিন পর করোনায় মৃত্যুহীন দিন দেখলো রামেক।

তিনি আরও জানান, গেল ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন পাঁচজন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দু’জন। করোনা সন্দেহে ভর্তি আছেন ১৮ জন। করোনায় আক্রান্ত হয়ে ৯জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ছয়জন।

তিনি বলেন, গেল ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৪২টি নমুনা পরীক্ষায় চারজন ও মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৮২টি নমুনা পরীক্ষায় দু’জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার এক দশমিক ৭২ শতাংশ।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন ছয় | দিন | মৃত্যুশূন্য | রাজশাহী | মেডিকেল