আর্কাইভ থেকে ঢালিউড

শাকিব খানের সামনে শাহরুখ খান তো মাইনাস : ঝন্টু

শাকিব খানের সামনে শাহরুখ খান তো মাইনাস : ঝন্টু
আমাদের দেশের শাকিব খানের সামনে শাহরুখ খান তো মাইনাস। একটা রিক্সাওয়ালাকে যদি জিজ্ঞেস করা হয়, এই শাহরুখ খানকে কেমন লাগে? সে প্রথম উত্তর দিবে, হের বাপের নাম কি? বাড়ি কই? 'লিডার- আমিই বাংলাদেশ' সিনেমাটি দেখার পর এবং মন্তব্য করেন চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মধুমিতা সিনেমা হলে 'লিডার- আমিই বাংলাদেশ' সিনেমাটি দেখা শেষে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তার সাথে ছিলেন খল অভিনেতা মিশা সওদাগর। তিনি বলেন, যারা গ্রাম বাংলার সিনেমা দেখেন তারা শাহরুখ খানকে চেনেন না, শুধু স্কুল কলেজের ছেলেরা চেনে। গুণী এ পরিচালক বলেন, আজকালকার ছেলেপেলেরা অনেক ভালো বোঝেন। আমরা ছোটবেলায় যেমন বুঝতাম তার থেকে অনেক ভালো বোঝেন তাই এই সিনেমাকে ভালোভাবে নেবে বলে আমার মনে হয়। সাকিবের এতদিন যে সিনেমা মানুষ দেখে এসেছে এই সিনেমা তেমন নয়। এটি এক অন্য শাকিব। পর্দায় মনে হবে এটি একটি বাস্তব চিত্ররূপ। বাস্তব কিছু দেখতেই ভালো লাগে এবং এই সিনেমাটা তেমনই। দেশে ভারতীয় সিনেমা প্রদর্শনে আপাতদৃষ্টিতে দর্শক বাড়লেও ভবিষ্যতে আমাদের দেশীয় চলচ্চিত্রে খুব খারাপ প্রভাব পড়বে বলে আশঙ্কা ব্যক্ত করেন তিনি। প্রসঙ্গত,  সৈয়দ আশিক রহমান প্রযোজিত ও তপু খান পরিচালিত রাজনৈতিক-মসলাদার চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমাটির কাহিনী ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এতে শাকিব, বুবলি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ। 'লিডার- আমি বাংলাদেশ' সিনেমাটি বেঙ্গল মিডিয়ার ব্যানারে ঈদের দিনে ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন শাকিব | খানের | সামনে | শাহরুখ | খান | তো | মাইনাস | | ঝন্টু