আর্কাইভ থেকে ঢালিউড

লিডার তো লিড করবেই : মিশা সওদাগর

লিডার তো লিড করবেই : মিশা সওদাগর
লোকাল হয়ে শত্রু সেজে বাংলা সিনেমার অপসংস্কৃতি দূর করে প্রমাণ করে দেবো ‘লিডার, আমিই বাংলাদেশ’। বললেন সিনেমাটির ভিলেন মিশা সওদাগর। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মধুমিতা সিনেমা হলে ‘লিডার, আমিই বাংলাদেশ’দেখতে এসে এ কথা বলেন মিশা সওদাগর। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে মুক্তি পেয়েছে সৈয়দ আশিক রহমান প্রযোজিত ও তপু খান পরিচালিত রাজনৈতিক-মসলাদার চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ। সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী। সারা দেশের ১০০ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে শাকিব খানের ‘লিডার, আমিই বাংলাদেশ’। এই অভিনেতা বলেন,  সিনেমার প্রমোশনের কাজে বেশ অসুস্থ হেয়ে পড়েছিলাম। তবে সিনেমা মুক্তি পর থেকে বেশ সাড়া পাচ্ছি। আরটিভি, পরিচালক, আমরা সবাই মিলিয়ে যে কাজটি করেছি এর সকল ক্রেডিট সিনেমার পরিচালক তপু খানের।  ‘লিডার, আমিই বাংলাদেশ’অনেক ডিমান্ডেবল সিনেমা। কারণ বেশ কিছু সিনেমা হল থেকে বেশ সাড়া পাচ্ছি। ভিলেন মিশা বলেন, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে একটি কমার্শিয়াল সিনেমা বানানো। আর্ট ছবি বা পদ্মা পাড়ে ছবি তৈরি করা যেতেই পারে। কিন্তু পদ্মার পাড় সেটে বানানো অনেক কঠিন বিষয়। এছাড়া কমার্শিয়াল সিনেমা বানানোই সবচেয়ে কঠিন কাজ অর্থাৎ কমার্শিয়াল সিনেমা টাই…টানিক। মিশা সওদাগর আরও বলেন, কমার্শিয়াল সিনেমাকে সঠিকভাবে দেখাতে হলে বড় পরিচালক, টেকনিশিয়ান, স্ক্রিপট, ভালো লেন্স, গল্প দর্শকদের দেখাতে হয়। কারণ জনপ্রিয় শিল্পীদের দর্শক বার বার দেখতে চায়। এর প্রমাণ এবার ঈদে পাওয়া গেলো। মিশা সওদাগর দর্শকদের কথা উল্লেখ করে বলেন, শাকিব ও আমার ছবি ভালোই যাচ্ছে আপনারাই বলছেন, সিনে প্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে। এর সঙ্গে পুরনো কথা আবার প্রমাণ হলো।  সিনেমা ভালো হলে যে মানুষ দেখতে আসে এটাই তার প্রমাণ। তবে বিদেশি ছবি আগামী ১০ বা ১৫ দিন পর আসলে দেশের ছবি পেক্ষাগৃহগুলোতে আরও ভালো চলেবে। https://youtu.be/GFqwHOvscdE    

এ সম্পর্কিত আরও পড়ুন লিডার | তো | লিড | করবেই | | মিশা | সওদাগর