আর্কাইভ থেকে ক্রিকেট

ইনিংস ব্যবধানে ‘সেঞ্চুরি’ ম্যাচ জয় শ্রীলঙ্কার

ইনিংস ব্যবধানে ‘সেঞ্চুরি’ ম্যাচ জয় শ্রীলঙ্কার
ব্যাটারদের রানের পাহাড় ও বোলারদের বোলিং তোপে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১০ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা। ম্যাচটি ছিল লঙ্কানদের ‘সেঞ্চুরি’ ম্যাচ। এতে টেস্ট ইতিহাসের অষ্টম দল হিসেবে শততম ম্যাচ জয়ের নজির গড়লো দলটি। সিরিজের প্রথম টেস্টও ইনিংস ও ২৮০ রানে জিতেছিল শ্রীলঙ্কা। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতল লঙ্কানরা। গল টেস্টে প্রথম ইনিংস থেকে ২১২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৫৪ রান করেছিল আইরিশরা। ইনিংস হার এড়াতে পঞ্চম ও শেষ দিনে ৮ উইকেট হাতে নিয়ে আরও ১৫৮ রান করতে হতো তাদের। আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি ১৮ ও হ্যারি হেক্টর ৭ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেন। প্রথম ইনিংস দুর্দান্ত ব্যাটিং শৈলী প্রদর্শন করলেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন আইরিশ ব্যাটাররা। বালবির্নি ৪৬ রানে থামলেও হাফ-সেঞ্চুরি তুলেন টেক্টর। সেঞ্চুরি সম্ভাবনা জাগিয়ে নবম ব্যাটার হিসেবে আউট হন টেক্টর। ৮ চার ও ৩ ছক্কায় ১৮৯ বলে ৮৫ রান করেন তিনি। লঙ্কান স্পিনার রমেশ মেন্ডিসের সঙ্গে অন্য বোলারদের তোপে ২০২ রানে গুটিয়ে যায় আইরিশরা। প্রথম ইনিংসে ৪৯২ রান করেছিল আইরিশরা।    

এ সম্পর্কিত আরও পড়ুন ইনিংস | ব্যবধানে | সেঞ্চুরি | ম্যাচ | জয় | শ্রীলঙ্কার