আর্কাইভ থেকে ফুটবল

ইপিএলের শীর্ষে উঠলো ম্যানচেস্টার সিটি

ইপিএলের শীর্ষে উঠলো ম্যানচেস্টার সিটি
আর্সেনালের বিপক্ষে জয়ের পর ম্যানচেস্টার সিটির পয়েন্টি টেবিলের শীর্ষস্থানে ফিরে পাওয়াটা ছিল সময়ের অপেক্ষা। তবে তৃতীয় মিনিটে হালান্ডের পেনাল্টি থেকে পাওয়া গোলের ১২ মিনিট পর গোল পরিশোধ করে সমতা আনে ফুলহ্যাম। সেই সময়টায় হয়তো আর্সেনাল ফ্যানরা কিছুটা স্বপ্নও দেখতে শুরু করেছিল। কিন্তু প্রথমার্ধেরই ৩৬ তম মিনিটে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের গোলে লিড পায় সিটি। শেষ পর্যন্ত সেই গোলেই জয় নিয়ে শীর্ষ স্থানে পৌঁছে যায় পেপ গারর্দিওলার দল। রোববার বিকেলে ফুলহ্যানমের মাঠে ২ মিনিটে ফুলহামের সেন্টারব্যাক টিম রিয়াম বক্সের মধ্যে আলভারেজকে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় সিটি। স্পটকিক থেকে বাঁ পায়ের শটে গোল করেন হালান্ড। ম্যাচের ৩ মিনিটে এগিয়ে যাওয়ার পর ১২ মিনিট লিড ধরে রাখতে পেরেছিল গার্দিওলার দল। টিম রিয়ামের দূরপাল্লার পাস পেয়ে ফুলহামের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কার্লোস ভিনিসিয়ুসকে বল বাড়ান উইলসন। দুর্দান্ত ভলিতে ফিনিশ করতে তাঁর ভুল করেননি তিনি। এরপর ৩৬ মিনিটে ফুলহাম বক্সের বাইরে এক ডিফেন্ডারকে কাটিয়ে একটু ফাঁকা জায়গা পেয়েছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ। ডান পায়ের চোখ ধাঁধানো শটে বল পাঠিয়ে দেন জালে।

এ সম্পর্কিত আরও পড়ুন ইপিএলের | শীর্ষে | উঠলো | ম্যানচেস্টার | সিটি