আর্কাইভ থেকে জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইন দেশের মানুষের জন্য প্রয়োজন: তথ্যমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইন দেশের মানুষের জন্য প্রয়োজন: তথ্যমন্ত্রী
ডিজিটাল নিরাপত্তা আইন দেশের সকল স্তরের মানুষের নিরাপত্তার জন্য প্রয়োজন আছে। তবে অবশ্যই এই আইনের অপপ্রয়োগ হওয়া উচিত নয়। জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, বহির্বিশ্বের সরকারের বিরুদ্ধে অসত্য সংবাদ প্রচার হলে জরিমানা ও সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। তবে বাংলাদেশে কখনও এমনটা করা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র বিকাশের জন্য গণমাধ্যমের স্বাধীনতার উপর জোর দিয়েছেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, রাষ্ট্রের বিকাশ ও বহুমাত্রিক সমাজকে এগিয়ে নিতে গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন। বাংলাদেশে গণমাধ্যম অনেক দেশের চেয়ে স্বাধীনভাবে কাজ করছে। তবে হাতে মোবাইল থাকলেই সাংবাদিক হওয়া যায় না। সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণ প্রয়োজন।

এ সম্পর্কিত আরও পড়ুন ডিজিটাল | নিরাপত্তা | আইন | দেশের | মানুষের | জন্য | প্রয়োজন | তথ্যমন্ত্রী