আর্কাইভ থেকে আন্তর্জাতিক

এর আগেও যত বার পুতিনকে হত্যার চেষ্টা হয়েছে

এর আগেও যত বার পুতিনকে হত্যার চেষ্টা হয়েছে
এই প্রথম নয়, এর আগেও চার বার প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন পুতিন, দাবি রাশিয়ার। বুধবার (৩ মে) রাজধানী মস্কোয় পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনের ওপর জোড়া ড্রোন হামলার আগেও চার বার হামলার শিকার হয়েছেন পুতিন। রাশিয়ার তরফে অন্তত তেমনটাই জানানো হয়েছে। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার প্রাণঘাতী হামলার সম্মুখীন হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রীতিমতো তথ্য এবং পরিসংখ্যান দিয়ে এমনই দাবি করা হয়েছে রাশিয়ার তরফে। তবে প্রতিবারই হামলা এড়িয়ে সুরক্ষিত থেকেছেন বর্ষীয়ান এই রুশ রাজনীতিক। তার শারীরিক অসুস্থতা, এমনকি মৃত্যু সংবাদ নিয়েও মাঝে কম জল্পনা ছড়ায়নি। তবে প্রতিবারই সে সব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে এসেছেন পুতিন। রাজধানী মস্কোয় পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনের ওপর জোড়া ড্রোন হামলার আগেও ৪ বার হামলার শিকার হয়েছেন পুতিন। রাশিয়ার তরফে অন্তত তেমনটাই জানানো হয়েছে। ২০২২ সালের মে মাসে ইউক্রেনের প্রতিরক্ষা-গোয়েন্দা দফতরের প্রধান কিরিলো বুদানভ ‘দি সান’ পত্রিকাকে জানিয়েছিলেন, ২১ ফেব্রুয়ারি রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই হামলা চালানো হয় পুতিনের ওপর। কিন্তু বড় বিপদের হাত থেকে রক্ষা পান তিনি। একাধিকবার বিদ্রোহী ককেশীয়দের হামলার মুখেও পড়তে হয়েছে পুতিনকে। হাওড়া-বর্ধমান মেন লাইনে ব্যাহত ট্রেন চলাচল, ঝড়ে প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি রসুলপুরে ২০১২ সালে জনৈক বিদ্রোহী ককেশিয়ান অ্যাডাম ওসমায়েভ পুতিনকে হত্যার ছক ফাঁস করে বলেন, “আমাদের লক্ষ্য হল মস্কোয় যাওয়া এবং প্রধানমন্ত্রী (সে সময় এই পদে ছিলেন পুতিন) পুতিনকে হত্যা করা। আমরা রুশ প্রেসিডেন্ট নির্বাচনের পরেই ওঁকে হত্যা করতে চাই।” ২০০২ সালে আজারবাইজান সফরে গিয়েও হামলার হাত থেকে রক্ষা পেয়েছিলেন পুতিন। পরে এই ঘটনায় জড়িত সন্দেহে এক ইরাকি যুবককে আটক করা হয়। সে জানায় আফগানিস্তানের তালিবদের সঙ্গে তার যোগ রয়েছে এবং বিস্ফোরক দিয়ে তাকে সাহায্য করেছে এক ককেশিয়ান দস্যু। প্রসঙ্গত, ২০০২ সালে পুতিনের গাড়ির ওপর বোমা ছোড়ার চেষ্টা হয় বলে দাবি করা হয়। ২০০৩ সালের অক্টোবর মাসে ব্রিটিশ পুলিশের সন্ত্রাসবাদ বিরোধী শাখা পুতিনকে হত্যার ছক করার অভিযোগে দু’জন ব্যক্তিকে গ্রেপ্তার করে। ‘দি সানডে টাইমস’-এর একটি প্রতিবেদন লেখা হয়েছিল, গ্রেপ্তার হওয়া দু’জনের মধ্যে এক জন রাশিয়ার গোয়েন্দা বিভাগের প্রাক্তন কর্মী। বুধবার আবারও প্রাণঘাতী হামলার শিকার হলেন পুতিন। এ বার অভিযোগের আঙুল উঠছে রাশিয়ার দিকে। তবে মিল একটাই, এ বারেও সুরক্ষিত রয়েছেন রুশ প্রেসিডেন্ট।  

এ সম্পর্কিত আরও পড়ুন এর | আগেও | যত | বার | পুতিনকে | হত্যার | চেষ্টা | হয়েছে