আর্কাইভ থেকে আন্তর্জাতিক

রাজ্যাভিষেকের মহড়ায় রাজা তৃতীয় চার্লস

রাজ্যাভিষেকের মহড়ায় রাজা তৃতীয় চার্লস
ব্রিটিশ রাজপরিবারের প্রায় সব উৎসবই বিশ্বজুড়ে সাড়া ফেলে দেয়, আর এ তো হচ্ছে তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক। জাঁকজমকপূর্ণ প্রস্তুতি আর ডামাডোলটা এবার তাই সবচেয়ে বেশি। শনিবার (৭ মে) লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আয়োজন করা হবে বহুল প্রতীক্ষিত অনুষ্ঠানটি। রীতি অনুযায়ী, সেদিন সহধর্মিণী ক্যামিলাকে পাশে নিয়ে রাজমুকুট গ্রহণ করবেন চার্লস। রাজপরিবারের ইতিহাস মতে, ১০৬৬ সাল থেকে শুরুর পর এবারের রাজ্যাভিষেকটি হতে যাচ্ছে ৪০তম। তাই আধুনিক সময়ের এই উদযাপনের আমেজে থাকবে হাজার বছরের বহু রীতিনীতিও। মূল অনুষ্ঠানটি শুরু হবে স্থানীয় সময় শনিবার সকাল ১১টায়। এর কিছুক্ষণ আগে সেখানে উপস্থিত হবেন রাজপরিবারের মূল সদস্য এবং স্বয়ং রাজা। তিনি নিজেই বেছে নিবেন তার রাজ্যাভিষেকের আবহসঙ্গীত। সেখানে থাকবে ১২টি নতুন গান। রাজার বাবা যুবরাজ ফিলিপের স্মৃতির প্রতি শ্রদ্ধা রাখতে সেকেলে গ্রিক সঙ্গীত বাজানো হবে। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে বাইবেলের অংশ পাঠ করবেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যিনি একজন হিন্দু ধর্মের অনুসারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। এছাড়া খবরে বলা হয়েছে, রাজা তৃতীয় চার্লসের দায়িত্ব নেয়ার দিন মুসলিম, হিন্দু, ইহুদি এবং শিক সমবয়সীরা রাজাকে ব্রেসলেট, পোশাক, আংটি এবং গ্লাভসসহ রাজ্যাভিষেকের অন্যান্য উপহার তুলে দেবেন। এদিকে রোববার ক্যান্টারবেরির আর্চবিশপ রেভারেন্ড জাস্টিন ওয়েলবির ল্যাম্বেথ প্রাসাদের দপ্তর সূত্রের খবর, এবারই প্রথম ব্রিটেনের রাজ্যাভিষেকে খ্রিস্টান ধর্মের বাইরে হিন্দু-মুসলিমসহ অন্যান্য ধর্মের অনুসারীরা থাকছে। তারা অভিবাদন জানাবেন রাজাকে। আর ব্রিটেনের হিন্দু প্রধানমন্ত্রী ঋষির বাইবেল থেকে পাঠ ভাবনার সঙ্গে ভালো মিলবে বলে বিশ্বাস আর্চবিশপের।  খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। সারা বিশ্বের গণ্যমান্য ব্যক্তিরা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত থাকবেন ব্রিটেনের উইন্ডসর প্রসাদে। তাদের পাশাপাশি থাকবেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। কমনওয়েলথ ভার্চুয়াল গায়কদলের অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। যারা ব্রিটেনের রাজ পরিবারের প্রতি সম্মান জানিয়ে সংগীত পরিবেশন করবেন। সেখানে টম ক্রুজের মতো তারকাও থাকবেন। প্রসঙ্গত, রানি এলিজাবেথের মৃত্যুর পরেই চার্লসকে ব্রিটেনের রাজা হিসেবে ঘোষণা করা হয়। ৭৩ বছর বয়সে এসে রাজা হন তিনি। দায়িত্ব পাওয়ার পরই চার্লস বুঝিয়ে দেন যে মায়ের মৃত্যুতে শোক পেলেও কর্তব্যে অবিচল থাকবেন তিনি।        

এ সম্পর্কিত আরও পড়ুন রাজ্যাভিষেকের | মহড়ায় | রাজা | তৃতীয় | চার্লস