আর্কাইভ থেকে ফুটবল

৩৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন ম্যারাডোনার স্মৃতিবিজড়িত ক্লাব

৩৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন ম্যারাডোনার স্মৃতিবিজড়িত ক্লাব
সবশেষ ম্যারাডোনার হাত ধরে ৩৩ বছর আগে চ্যাম্পিয়ন হয়েছিল নাপোলি। এরপর কত কিছু হয়ে গেছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, ইউরোপিয়ান ইউনিয়নের সৃষ্টি হয়েছে, করোনা পৃথিবীকে বদলে দিয়েছে, লিওনেল মেসি আর্জেন্টিনাকে ৩৬ বছরের অপেক্ষার বিশ্বকাপ জিতিয়েছে, এমনকি যে ম্যারাডোনাও চলে গেছেন পৃথিবী ছেড়ে। শুধু হয়নি নাপোলির আরেকটি লিগ শিরোপা জেতা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। ১৯৯০ সালের পর লিগ শিরোপা জিতলো ম্যারাডোনার স্মৃতিবিজড়িত ক্লাবটি। মঞ্চটা প্রস্তুতই ছিল, দীর্ঘায়িত হচ্ছিল শুধু উৎসবের অপেক্ষাটুকু। গত রোববার সালেরনিতানার বিপক্ষে জিতলেই সেদিনি হতো উৎসব। কিন্তু ৮৪ মিনিটে গোল খেয়ে বসলে বাড়ে নাপোলির উদ্যাপনের অপেক্ষা। গতকাল বৃহস্পতিবার রাতে মাঠে না নেমেই উৎসব করতে পারত নেপলসবাসীরা। এবার সেই উৎসবেরও অপেক্ষা বাড়ায় সাসসুয়োলোর বিপক্ষে লাৎসিওর জয়। বৃহস্পতিবার রাতেও মনে হচ্ছিল নাপোলির সব উৎসব আয়োজনে বুঝি পানি ঢেলে দিতে যাচ্ছে উদিনেস। শুরুতে গোলও খেয়ে বসেছিল নাপোলি। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফিরিয়ে গোটা ইতালিকে যেন জাগিয়ে তুলে ক্লাবটি। ম্যাচ শেষ হওয়ার আগেই গ্যালারিজুড়ে একটাই আওয়াজ ‘আমরাই ইতালির চ্যাম্পিয়ন।’ উদিনেসের দাসিয়া স্টেডিয়াম ছাড়িয়ে এই ধ্বনি যেন ছড়িয়ে পড়ছিল গোটা ইতালিতে।

এ সম্পর্কিত আরও পড়ুন ৩৩ | বছর | লিগ | চ্যাম্পিয়ন | ম্যারাডোনার | স্মৃতিবিজড়িত | ক্লাব