আর্কাইভ থেকে ক্রিকেট

আর্জেন্টাইন লিগে এক ম্যাচে ৬ লাল কার্ড

আর্জেন্টাইন লিগে এক ম্যাচে ৬ লাল কার্ড
আর্জেন্টাইন শীর্ষ স্তর এলপিএফে বোকা জুনিয়র্স-রিভার প্লেটের ‘সুপারক্ল্যাসিকো’ মানে অন্যরকম এক উত্তেজনা কাজ করে। তবে এবার ঘটলো অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। প্রথমার্ধে দুই দলের খেলোয়াড়েরাই একের পর এক ফাউলে করেছেন। যার জের ধরে শেষ দিকে একটি পেনাল্টিকে কেন্দ্র করে শুরু হয় হাতাহাতি। যা চলে ১৫ মিনিট পর্যন্ত। হাতাহাতি সামাল দিতে দাঙ্গা পুলিশকে পর্যন্ত মাঠে ঢুকতে হয়। তাৎক্ষণিকভাবে দুই দলের ৩ জন করে মোট ৬ ফুটবলারকে লাল কার্ড দেখান রেফারি। ডাগআউট ছেড়ে যেতে হয় বোকা জুনিয়র্স কোচকেও। এ ছাড়া ম্যাচে হলুদ কার্ড দেখানো হয় ৮টি। রোববার আর্জেন্টিনার স্থানীয় সময় রাতে এস্তাদিও দ্য মনুমেন্তালে গোলশূন্য থাকা অবস্থায় শেষ হতে চলা ম্যাচে ৯২ মিনিটে পেনাল্টি পায় রিভার। স্পটকিকে বোকার গোলরক্ষক সের্হিও রোমেরোকে ফাঁকি দিয়ে বল জালে পাঠিয়ে দেন মিগুয়েল বোরজা। গোলের উদ্‌যাপনে মাঠের এক পাশের দিকে ছুট দেন বোরজা। ঠিক তখন রোমেরোর সঙ্গে রিভার প্লেট খেলোয়াড়দের কয়েকজনের শুরু হয় তর্কাতর্কি। এর মাঝেই সেখানে জড়ো হতে থাকেন দুই দলের সব ফুটবলার। মাঠের ভেতরে চলা হট্টগোল আর মারামারি কেউ থামানো তো দুরের কথা, উল্টো দুই দলের কোচিং স্টাফের সদস্যরা নিজের পক্ষ হয়ে হট্টগোলে যোগ দেন। উত্তপ্ত হয়ে ওঠে ৮৩ হাজার আসনবিশিষ্ট গ্যালারি। পারলে তাঁরাও নেমে পড়েন! পরিস্থিতি বেগতিক দেখে একপর্যায়ে মাঠে ঢুকতে হয় দাঙ্গা পুলিশকে। মাঠের শৃঙ্খলা রক্ষার দায়িত্বরত ও দাঙ্গা পুলিশের হস্তক্ষেপে যখন মারামারি থামে ঠিকি। কিন্তু ততক্ষণে প্রায় ১৫ মিনিট চলেছে এই হট্টগোল।    

এ সম্পর্কিত আরও পড়ুন আর্জেন্টাইন | লিগে | এক | ম্যাচে | ৬ | লাল | কার্ড