আর্কাইভ থেকে বাংলাদেশ

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে অস্বস্তিতে টাইগাররা

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে অস্বস্তিতে টাইগাররা

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে তৃতীয় দিনে টাইগারদের বল হাতে রাজত্ব ছিল। তৃতীয় দিনের প্রথম সেশনে পাকিস্তানের ৪ উইকেটের পতন হয়। আজ তৃতীয় দিনে পাকিস্তানের সাত উইকেটই বাঁহাতি স্পিনার তাইজুলের ইসলামের শিকার। পেসার এবাদত হোসেন নিয়েছেন দুটি উইকেট। মেহেদি হাসান মিরাজ নিয়েছেন একটি উইকেট। সব উইকেট হারিয়ে বাবর বাহিনীর সংগ্রহ ২৮৬ রান। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ছিল ৩৩০ রান।

এ পর্যন্ত খবর ভালোই ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নড়ভরে অবস্থা টাইগারদের। আসা-যাওয়ার মধ্যেই যেনো ৪ উইকেট বিদায় নেয়। ২৫ রানেই ৪ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে সাদমান ইসলাম, সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তকে সাজঘরে ফেরান শাহিন শাহ আফ্রিদি। আর টাইগার দলপতি মুমিনুল হকের উইকেট পেয়েছেন অপর পেসার হাসান আলী।

শেষ পর্যন্ত মুশফিকুর রহীম এবং ইয়াসির আলি রাব্বির ব্যাটে দিন শেষ করেছে বাংলাদেশ। স্কোরবোর্ডে সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ৩৯। মোট লিড দাঁড়িয়েছে ৮৩ রানের।

এ সম্পর্কিত আরও পড়ুন দ্বিতীয় | ইনিংসে | ব্যাট | হাতে | অস্বস্তিতে | টাইগাররা