আর্কাইভ থেকে বাংলাদেশ

১০৮ কেজি গাঁজাসহ প্রাইভেটকার আটক

১০৮ কেজি গাঁজাসহ প্রাইভেটকার আটক

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১০৮ কেজি গাঁজাসহ প্রাইভেটকার আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ। এসময় চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ সোহেল, মোঃ মামুন আক্তার ওরফে মামুন খান, মোঃ হানিফ খলিফা ও  আল আমিন।

রোববার যাত্রাবাড়ী থানার আসমা আলী সিএনজি স্টেশনের বিপরীতে মেসার্স চৌধুরী টিম্বার কমপ্লেক্স এর সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা গুলশান জোনাল টিম।

গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব জানান, কতিপয় মাদক ব্যবসায়ী সাদা রংয়ের প্রাইভেটকারযোগে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ঢাকার দিকে আসছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আসমা আলী সিএনজি স্টেশনের সামনে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ সোহেল, মামুন খান, হানিফ ও আল আমিনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে প্রাইভেটকারটি তল্লাশি করে ১০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে জয়পুরহাট জেলায় নিয়ে যাচ্ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।

গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বিপিএম, পিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কামরুজ্জামান সরদার এর তত্ত্বাবধানে গোয়েন্দা গুলশান জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন ১০৮ | কেজি | গাঁজাসহ | প্রাইভেটকার | আটক