আর্কাইভ থেকে টুকিটাকি

বিয়ের গাউনে ৫০ হাজার ক্রিস্টাল, পুরনো রেকর্ড ভেঙেছে

বিয়ের গাউনে ৫০ হাজার ক্রিস্টাল, পুরনো রেকর্ড ভেঙেছে
বিয়ের গাউনে গাঁথা ৫০ হাজার ক্রিস্টাল বা স্ফটিক! অতীতের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে এই ব্রাইডাল গাউন৷ চলতি বছরের ১৪ এপ্রিল ইতালির মিলানে সি স্পোসাইতালিয়া কোল্লেজিওনি ফ্যাশন শো-এ আত্মপ্রকাশ করে এই পোশাক৷ চার মাস ধরে তৈরি করার পর অবশেষে প্রকাশ্যে আনা হয় পোশাকটিকে৷ ৫০ হাজার ৮৯০ টি সোয়ারোভস্কি ক্রিস্টাল গাঁথা এই ওয়েডিং গাউন ইতালির বিখ্যাত মিশেলা ফেরিয়েরো দোকানের৷ শৌখিন বিয়ের পোশাকের জন্য এই দোকানের নাম জগৎজোড়া৷ বিশ্বরেকর্ড তৈরি করা এই গাউন তৈরি স্বচ্ছ কাপড়ে৷ সুইটহার্ট নেকলাইনের পাশাপাশি আছে শরীরচাপা সিল্যুয়েট৷ গাউনের সঙ্গে গ্লাভস বা দস্তানাও ছিল রত্নখচিত৷ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড-এর তথ্য অনুযায়ী তিল তিল করে কয়েক মাস ধরে এই পোশাক তৈরি করা হয়েছে৷ ডিজাইনার প্রথমে প্যাটার্ন মেকারের সঙ্গে যোগাযোগ করেন৷ তার পর সেলাইয়ে দক্ষ বা সূচিশিল্পীরা পেশাদারদের হাতের সুনিপুণ ছোঁয়ায় তৈরি হয় গাউন৷ পোশাকের কাপড়ের মেটিরিয়াল ৫০ হাজার ক্রিস্টালকে ধরে রাখতে পারে, সেদিকেও নজর রাখা হয়েছে৷ প্রথমে মূল গাউন, তার পর কুঁচি এবং সবার পরে দস্তানায় বসানো হয় ক্রিস্টাল৷ এক একটি ক্রিস্টাল বসাতে সময় লেগেছে ২০০ ঘণ্টা৷ এর আগে তুরস্কের ডেন গেলিনলিঙ্ক মোডা তাসারিম সংস্থার তৈরি ওয়েডিং গাউনে বসানো হয়েছিল ৪৫ হাজার ২৪ টি ক্রিস্টাল৷ ইস্তাম্বুলের একটি নামী দোকানে ২০১১ সালে আত্মপ্রকাশ করেছিল এই পোশাক৷

এ সম্পর্কিত আরও পড়ুন বিয়ের | গাউনে | ৫০ | হাজার | ক্রিস্টাল | পুরনো | রেকর্ড | ভেঙেছে