আর্কাইভ থেকে ক্রিকেট

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডের টিকিট শেষ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডের টিকিট শেষ
ইংল্যান্ডের চেমসফোর্ডে কাউন্টি ক্রিকেটের মাঠটিতে খুব এক জাতীয় দলের ম্যাচ অনুষ্ঠিত হয় না। মাঠটিতে চলা বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ প্রবাসী দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে যথেষ্ট। ম্যাচ চলাকালীন মনে হয় এ যেন এক টুকরো বাংলাদেশ। চলমান সিরিজটা আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। যদিও আগেই বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করে ফেলা বাংলাদেশের জন্য সিরিজ জয়ই হবে সর্বোচ্চ প্রাপ্তি। তবে প্রবাসী দর্শকদের জন্য ব্যাপার টা ‘স্পেশাল’। কালেভদ্রে নিজের অবস্থান করা শহরটিতে যে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখার সুযোগ মেলে। আর তাই তো একদিন আগেই ৬ হাজার ৫০০ ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটির সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে মাঠ কতৃপক্ষ। আগামীকাল রোববার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে মাঠে নামবে সাকিব তামিমরা। আজ শনিবার ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার স্থানীয় সময় বেলা পৌনে ১১টায় শুরু হতে যাওয়া বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ম্যাচের দিন স্টেডিয়ামের গেটে টিকিট কেনার সুযোগ নেই।    

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশআয়ারল্যান্ড | সিরিজের | তৃতীয় | ওয়ানডের | টিকিট | শেষ