আর্কাইভ থেকে টুকিটাকি

লাল লিপস্টিক পরা নিষেধ যে দেশে

লাল লিপস্টিক পরা নিষেধ যে দেশে
মেকআপ করতে ভালোবাসেন অনেকেই। শুধু নারীই নয়, পুরুষও যে মেকআপে অসাধারণ হয়ে উঠতে পারেন, তার প্রমাণ বারবার পাওয়া গেছে। এমনকী মেকআপ শিল্পী হিসেবেও জনপ্রিয়তা রয়েছে অনেক পুরুষেরও। যাই হোক, সবাই নিজের পছন্দ মতো মেকআপ করতে পারেন। কেউ একটু চড়া মেকআপ পছন্দ করেন, আবার কারও কাছে মেকআপ বলতে শুধুই কাজল এবং লিপস্টিক। তবে প্রত্যেক মানুষেরই মনের মতো সাজার ব্যক্তি স্বাধীনতা রয়েছে। কিন্তু এখন যদি শোনেন, পৃথিবীতে এমন কোনও দেশও আছে, যেখানে মনের মতো মেকআপ করার কোনও স্বাধীনতা নেই। লিপস্টিকের রং এবং অন্যান্য বিষয়েও রয়েছে বিধি নিষেধ। কোন দেশে এমন বিধি নিষেধ রয়েছে? উত্তর কোরিয়ায়। জানেন কি সেখানে ঠিক কী কী বিধি নিষেধ আছে? জেনে নিন। লাল লিপস্টিকে রয়েছে নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ায়। সেখানে মহিলারা চাইলেও এই লাল লিপস্টিক পরতে পারেন না। লাল রঙের লিপস্টিক পরা নিষেধ। কিন্তু এমন নিয়ম কেন চালু করা হয়েছে? লাল লিপস্টিককে পুঁজিবাদের প্রতীকী বলে মনে করা হয় উত্তর কোরিয়ায়। আর ঠিক সেই কারণেই সেখানে লাল রঙের লিপস্টিক পরায় রয়েছে নিষেধাজ্ঞা। তবে কেমন রঙের লিপস্টিক পরতে পারেন মহিলারা? মহিলারা ন্যুড শেডের লিপস্টিক ব্যবহার করতে পারেন। এমনকী যে কোনও হালকা শেডের লিপস্টিকও লাগাতে পারেন। কিন্তু কোনওভাবেই রেড লিপস্টিক পরার অধিকার নেই তাদের। চাইলেও পরা যাবে না। গাঢ় লাল লিপস্টিক পরলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে। রীতিমতো নজরদারি চালানো হয় এই বিষয়ের উপর। লাল লিপস্টিকের পাশাপাশি চড়া মেকআপ করারও কোনও অধিকার নেই। এই জন্য প্রায় প্রতিটি পার্টিতে নজরদারি চালানো হয়। সেখানে দেখা হয় যে, কোনও মহিলা ‘অনুপযুক্ত’ পোশাক পরেছেন কিনা। এও লক্ষ্য রাখা হয় যে, কেউ অত্য়ন্ত চড়া মেকআপ বা লাল লিপস্টিক লাগিয়েছেন কিনা। কেউ তা করে থাকলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হয়। দেশটিতে বেশিরভাগ মেকআপ প্রোডাক্টই এই দেশে ব্যান করা হয়েছে। কিম জং উনের শাসনে এই কড়া নিয়ম মেনে চলতে হয়। শুধুমাত্র উত্তর কোরিয়ায় তৈরি কসমেটিক্সই ব্যবহার করতে পারেন নাগরিকরা। তবে শুধুই মেকআপের উপরেই যে এসব বিধি নিষেধ আরোপ করা হয়েছে, এমন কিন্তু নয়। পাশাপাশি সেই দেশের নাগরিকদের হেয়ারস্টাইলের উপরেও যথেষ্ট নজরদারি চালানো হয়। বিধিনিষেধও জারি করা হয়েছে। সেই দেশের নাগরিকরা কী ধরনের হেয়ারস্টাই করবেন, তার জন্যেও যথেষ্ট নিয়মের বেড়াজালের ঘেরাটোপ রয়েছে। তা মেনেই চলতে হয়। নিয়ম ভাঙলে নেয়া হতে পারে উপযুক্ত ব্যবস্থা।

এ সম্পর্কিত আরও পড়ুন লাল | লিপস্টিক | পরা | নিষেধ | দেশে