আর্কাইভ থেকে ফুটবল

১৪ বছর পর ফাইনালে আবাহনী-মোহামেডান

১৪ বছর পর ফাইনালে আবাহনী-মোহামেডান
গেল মঙ্গলবার বসুন্ধরা কিংসকে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে ওঠে মোহামেডান। তাদের ফাইনাল নিশ্চিত হবার পর থেকেই ফুটবলপ্রেমীদের প্রত্যাশা ছিল ফাইনালে মোহামেডানের প্রতিপক্ষ হিসেবে যেন আবাহনী উঠে আসে। সমর্থকদের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। আজ  মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে শেখ রাসেল ক্রীড়াচক্রকে ৩-০ গোলে উড়িয়ে ফাইনালে উঠেছে মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী।  ১৪ বছর পর ৩০ মে আবারও ফাইনালে দেখা যানে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। কুমিল্লা স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড ফয়সাল আহমেদ (ফাহিম)। অন্য গোলটি করেন দানিয়েল কলিনদ্রেসের। আবাহনী লিমিটেড ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন। গতবার দলটি ফাইনালে রহমতগঞ্জকে হারিয়ে শিরোপা ঘরে তোলে। অন্যদিকে মোহামেডান সর্বশেষ ফেডারেশন কাপের ফাইনালে খেলেছে ২০০৯ সালে। সেটিই ছিল এই টুর্নামেন্টের ফাইনালে দুই জায়ান্টের সর্বশেষ দেখা। সে হিসাবে ১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে দেখা যাবে আবাহনী-মোহামেডানকে।    

এ সম্পর্কিত আরও পড়ুন ১৪ | বছর | ফাইনালে | আবাহনীমোহামেডান