আর্কাইভ থেকে ক্রিকেট

হার্ভার্ডে ভর্তি হলেন পাকিস্তানের দুই ক্রিকেটার

হার্ভার্ডে ভর্তি হলেন পাকিস্তানের দুই ক্রিকেটার
পাকিস্তানের ক্রিকেট জুটিতে নিয়মিত মুখ বাবর আজম  ও মোহাম্মদ রিজওয়ান। তবে এবার এই দুই তারকা ক্রিকেটারকে দেখা গেল ২২ গজের বাইরে নতুন জুটিতে। আমেরিকার বিখ্যাত হার্ভার্ড বিজনেস স্কুলে ভর্তি হয়েছেন দুজন। প্রথম কোনো ক্রিকেটার হিসেবে বিজনেস অব ইন্টারটেইনমেন্ট ও মিডিয়া অ্যান্ড স্পোর্টস (বিইএমএস) বিভাগে ভর্তি হয়েছেন পাকিস্তানের এই দুই তারকা। আগামী ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত তাদের ম্যাসাচুসেটসের বোস্টন ক্যাম্পাসে তাদের ক্লাস করার কথা রয়েছে। পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যম নিশ্চিত করেছে এ তথ্য। সাবেক পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার রশীদ লতিফ তাঁর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে অধিনায়ক বাবর ও রিজওয়ানের নতুন শিক্ষাজীবন শুরুর ঘোষণা দিয়েছেন। টুইটে রশীদ লতিফ লিখেছেন, ‘তালহা রেহমানিকে মেন্টর বানানোর মধ্য দিয়ে বাবর আজম ও রিজওয়ান হার্ভার্ডে মর্যাদাপূর্ণ শিক্ষা কার্যক্রম শুরু করছে। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের নম্বর ওয়ান ও পাকিস্তান অধিনায়ক বাবর ও টেস্টে তার সহ-অধিনায়ক রিজওয়ান প্রথম কোনো ক্রিকেটার হিসেবে হার্ভার্ড বিজনেস স্কুলের এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে যোগ দেবে। বিজনেস অব ইন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস (বিইএমএস) বিভাগের এই প্রাতিষ্ঠানিক কার্যক্রমে তাদের মেন্টর হিসেবে থাকবেন সায়া কর্পোরেশনের নির্বাহী প্রধান তালহা রেহমানি।’    

এ সম্পর্কিত আরও পড়ুন হার্ভার্ডে | ভর্তি | পাকিস্তানের | দুই | ক্রিকেটার