আর্কাইভ থেকে বাংলাদেশ

এবার বরিশাল ও সিরাজগঞ্জে মুরাদের বিরুদ্ধে মামলা

এবার বরিশাল ও সিরাজগঞ্জে মুরাদের বিরুদ্ধে মামলা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে বরিশাল ও সিরাজগঞ্জে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) এ মামলা করা হয়। এর আগে রোববার ঢাকা, চটাটগ্রাম ও রাজশাহীতে মুরাদের বিরুদ্ধে মামলা হয়।

বরিশাল সাইবার ট্রাইব‍্যুনাল আদালতে মামলা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্পাদক আবুল কালাম আজাদ।

অপর দিকে, সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে মুরাদ হাসানের মন্তব্যের সমালোচনার মধ্যেই তার একটি টেলিফোন আলাপ ফাঁস হয়। এতে মুরাদ একজন নায়িকাকে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী দিয়ে তুলে এনে ধর্ষণে হুমকি দেন। এতে বিব্রত অবস্থায় পরে সরকার। মন্ত্রিসভা থেকে মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর কানাডার পথে রওয়ানা করেন মুরাদ। তবে দেশটিতে ঢুকতে দেয়া হয়নি তাকে। তাই রোববার সন্ধ্যায় আবার দেশে ফেরেন মুরাদ।

এ সম্পর্কিত আরও পড়ুন এবার | বরিশাল | ও | সিরাজগঞ্জে | মুরাদের | বিরুদ্ধে | মামলা