আর্কাইভ থেকে বাংলাদেশ

চলতি মাসেই বুস্টার ডোজ : স্বাস্থ্যমন্ত্রী

চলতি মাসেই বুস্টার ডোজ : স্বাস্থ্যমন্ত্রী

বুস্টার ডোজ দিতে প্রস্তুতি চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে প্রস্তুতি সেটাও হয়ে যাবে। আইসিটির প্রস্তুতিটাও আমরা করে ফেলতে পারবো। যারা বয়স্ক বা মৃত্যু-ঝুঁকি বেশি তাদের আমরা আগে দেবো। যারা ফ্রন্টলাইন ওয়ার্কার তাদেরও দেবো। সবাইকে দেওয়ার পরে উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে আমাদের। চলতি ডিসেম্বর মাসেই ৬০ বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) দেয়া শুরু হবে। জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি

জাহিদ মালেক বলেন, যারা ফ্রন্টলাইনার ও  যারা বয়স্ক তাদেরকে এ মাসের মধ্যে বুস্টার ডোজ দেয়া হবে। তারা অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ পাবে। পরে বাকিরা পাবে। এ ছাড়া যারা এখনো টিকা নেননি, তাদেরকে টিকা নেওয়ার অনুরোধ করছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমিক্রন নিয়ে এখনো দেশ ভালো আছে। যদিও দুইজনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। তবে ভালো খবর হলো মারা যায়নি কেউ। ওমিক্রনে মারা যাওয়ার হার কম। তবে এটা ছড়ায় বেশি। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

জাহিদ মালেক বলেন, আমরা এ পর্যন্ত ১১ কোটি টিকা দিয়েছি। এ মাসে আরও দেড় থেকে দুই কোটি টিকার দেয়ার পরিকল্পনা রয়েছে। টিকা আমাদের হাতে প্রায় ৪ কোটি আছে। আজকেও ইউকে থেকে ৪০ লাখ ডোজ টিকা পাবো।

এ সম্পর্কিত আরও পড়ুন চলতি | মাসেই | বুস্টার | ডোজ | | স্বাস্থ্যমন্ত্রী