আর্কাইভ থেকে ক্রিকেট

কবে প্রকাশ হবে বিশ্বকাপের সূচি, জানাল বিসিসিআই

কবে প্রকাশ হবে বিশ্বকাপের সূচি, জানাল বিসিসিআই
চলতি বছর ভারতে বসতে যাচ্ছে ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসর ওয়ানডে বিশ্বকাপ। তবে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি এখনও নির্ধারিত হয়নি। কবে এ সূচি প্রকাশ হবে, তা নিয়ে আগ্রহের কমতি নেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে আয়োজক দেশ ভারত জানিয়েছে, শিগগিরই আইসিসিকে জানিয়ে দেওয়া হবে বিশ্বকাপের সূচি। সূচি দেরি হওয়ার বেশ কিছু কারণও রয়েছে। চলতি বছর বেশ ঝামেলার মধ্য দিয়েই যাচ্ছে বিসিসিআই। এশিয়া কাপ আয়োজন নিয়ে পাকিস্তানের সঙ্গে বৈরী সম্পর্ক এখনও কোনো সমধান হয়নি বিসিসিআইয়ের। অন্যদিকে চলতি বছরই বিশ্বকাপ, এজন্যই ভোগান্তিতে পড়েছে বিসিসিআই। এসিসি চেয়ারম্যান জয় শাহ বলছেন, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মধ্যেই ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করবে আইসিসি। জানা গেছে, আইপিএলের ফাইনালের আগে আহমেদাবাদে একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকেই বিশ্বকাপের সূচির বিষয়ে আলোচনা হয়েছে। বিশ্বকাপের খেলাগুলো ভারতের মোট ১২টি শহরে অনুষ্ঠিত হবে। টানা ৪৬ দিন ধরে এ প্রতিযোগিতা চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। ১০টি দলের প্রতিযোগিতায় নক-আউট পর্বের ৩টি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি খেলা আহমেদাবাদ ছাড়াও কলকাতা, দিল্লি, ইন্দোর, ধর্মশালা, গৌহাটি, রাজকোট, রায়পুর ও মুম্বাইতে অনুষ্ঠিত হবে। এগুলো বাদেও পুনে এবং নাগপুরও বিবেচনায় রয়েছে। বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক ভারতসহ বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। বাকি দুই দল আগামী জুন-জুলাই মাসে জিম্বাবুয়েতে বাছাইপর্ব পেরিয়ে জায়গা নেবে।  

এ সম্পর্কিত আরও পড়ুন কবে | প্রকাশ | হবে | বিশ্বকাপের | সূচি | জানাল | বিসিসিআই