আর্কাইভ থেকে ফুটবল

কেউ লিভারপুল ছাড়তে চাইলে তাকে নিজে গাড়িতে করে দিয়ে আসবেন ক্লপ

কেউ লিভারপুল ছাড়তে চাইলে তাকে নিজে গাড়িতে করে দিয়ে আসবেন ক্লপ
চলতি মৌসুমে ইপিএলে শীর্ষ চারে থেকে প্রিমিয়ার লিগ শেষ করতে পাচ্ছে না লিভারপুল। তাই খেলার সুযোগ পাচ্ছে না আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগেও। আর উচল খেলতে না পারার কারণে লিভারপুলের কোন খেলোয়াড় যদি অ্যানফিল্ড ছাড়তে চান তাহলে দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ তাঁকে নিজে গাড়ি চালিয়ে তাঁর গন্তব্যে পৌঁছে দিয়ে আসবেন। অলরেডসদের আগামী মৌসুমে খেলতে না পারা নিয়ে দলটির সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ একটি টুইটে লিখেছেন, ‘এ নিয়ে কোনো অজুহাত নেই।’ ক্লপকে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন এই মিসরীয়কে নিয়েও। ক্লপ মনে করেন, সালাহ এখনই অ্যান্ডফিল্ড ছেড়ে যাবেন না। গেল বছরই অলরেডসদের সঙ্গে নতুন চুক্তি করা সালাহকে নিয়ে ক্লপ জানিয়েছে, ‘সে ( সালাহ) চলে যেতে পারে, এমন কোনো উদ্বেগ নেই আমার। নিশ্চিত করেই মো (সালাহ) এখানে থাকতে ভালোবাসে এবং সে এখানকার অংশ ছিল।’ সালাহ অ্যানফিল্ড আর লিভারপুলকে ভালোবেসে থেকে না হয় থেকে গেলেন। কিন্তু অন্য কেউ যদি চলে যেতে চান, তাহলে কী করবেন এই জার্মান কোচ? এমন এক প্রশ্নের উত্তরে ক্লপ জানিয়েছেন, ‘কখনো কোনো খেলোয়াড় যদি আমাকে এসে বলে, “আমরা চ্যাম্পিয়নস লিগে নেই, আমি চলে যেতে চাই।” আমি তাকে গাড়ি চালিয়ে অন্য ক্লাবে দিয়ে আসব। আমি গাড়ির চাবিটা নেব এবং বলব, “গাড়িতে ওঠো, তুমি কোথায় যাবে, আমি তোমাকে গাড়িতে করে দিয়ে আসব।”’

এ সম্পর্কিত আরও পড়ুন কেউ | লিভারপুল | ছাড়তে | চাইলে | তাকে | নিজে | গাড়িতে | করে | দিয়ে | আসবেন | ক্লপ