অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিবের এই ঘোষণার পরপরই জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, মিটিং চলছে। মিটিং শেষে সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করার কথা রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের।
এনএস/