আর্কাইভ থেকে বিনোদন

তবে কি প্রাক্তন স্বামীর কাছেই ফিরছেন কারিশমা!

তবে কি প্রাক্তন স্বামীর কাছেই ফিরছেন কারিশমা!
২০০৩ সালে বেশ ঘটা করেই ধনাঢ্য ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন বলিউড তারকা কারিশমা কাপুর। এক মেয়ে ও এক ছেলের জন্মের পর তাদের সম্পর্কের ভাঙন ধরতে শুরু করে। সঞ্জয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন কারিশমা। শেষমেশ ২০১৬ সালে বোঝাপড়ার মাধ্যমে তাদের বিচ্ছেদ হয়। অভিযোগ উঠেছিল, বিয়ের পরদিন থেকেই সঞ্জয় এবং তার পরিবার নাকি কারিশমার উপর মানসিক অত্যাচার করতে শুরু করেন। প্রতিনিয়ত চলত শারীরিক নির্যাতন। তাকে রীতিমতো মারধর করতেন সঞ্জয়। এরপরই ঘটে বিচ্ছেদ।
কারিশমার বিয়ে
কারিশমার বিয়ে
কিন্তু এবার প্রাক্তন স্বামীর সঙ্গে দেখা গেল অভিনেত্রীকে। তা হলে কি জীবন সম্পর্কে নতুন করে কিছু ভাবছেন অভিনেত্রী! ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি ভেঙে যাওয়া এই দম্পতিকে ফের একসঙ্গে দেখা গেল। প্রাক্তন স্বামীর সঙ্গে ডিনার করতে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হয়েছেন তিনি।   প্রতিবেদনটিতে বলা হয়, শনিবার রাতে মুম্বাইয়ের এক হোটেলে দেখা গেল প্রাক্তন এই দম্পতিকে। কালো ফুল ছাপ জামা, খোলা চুলে ক্যামেরাবন্দি হলেন কারিশমা। অন্য দিকে সাদা শার্ট ও জিন্সে দেখা গেল সঞ্জয়কে। গাড়ি থেকে নামার সময় তাদের ক্যামেরাবন্দি করলেন আলোকচিত্রীরা। তবে তারা একা নন, কন্যা সামাইরা কাপুরও ছিলেন তাদের সঙ্গে।
কারিশমা, সঞ্জয়
কারিশমা, সঞ্জয়
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ফ্লোরাল প্রিন্টের পোশাক পড়ে মুম্বাইয়ের এক বিলাসবহুল রেস্তোরাঁ থেকে ডিনার সেরে বেরোচ্ছেন কারিশমা। পাপারাৎজিদের দিকে হেসে হাতও নাড়েন তিনি। প্রাক্তন স্বামী সঞ্জয়ের মুখেও লেগেছিল সৌজন্যের হাসি। এই ভিডিওটি ঘিরেই তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সেখান কেউ লিখছেন, ‘বাচ্চাদের জন্য এটুকু করাই যায়। ওরা তো আর কোনও দোষ করেনি।’ কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, ‘এই এক ট্রেন্ড হয়েছে। প্রথমে ছাড়াছাড়ি হবে, তারপর নাকি বন্ধুত্ব।’ কেউ আবার দুষছেন সঞ্জয়কে। তাদের মতে, ‘কারিশমা লক্ষী মেয়ে তাই বিবাহ বিচ্ছেদের পর একাই আছেন, কিন্তু সঞ্জয়ের লজ্জা নেই তাই আবার বিয়ে করেছেন।’   এর আগেও একাধিকবার একসঙ্গে দেখা গেছে সঞ্জয়-কারিশমাকে। কিছুদিন আগে তাদের ছেলে কিয়ান রাজ কাপুরের জন্মদিনে বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব ও পরিবারকে নিয়ে হাজির হয়েছিলেন সঞ্জয়। তাদের দুই ছেলে-মেয়ে রয়েছে কিয়ান ও মেয়ে সামাইরা কাপুর। সম্পর্ক না থাকলেও বাবা-মায়ের দায়িত্ব থেকে পিছু পা হন না তারা।
কারিশমা কাপুর
কারিশমা কাপুর
খবরে আরও বলা হয়, দুই সন্তানের কথা ভেবেই নাকি অভিনেত্রী মাঝেমধ্যে প্রাক্তনের সঙ্গে এমন সৌজন্য সাক্ষাৎ করেই থাকেন। তবে ফের তাদের সম্পর্ক জোড়া লাগার তেমন কোনও ইঙ্গিত এখনও নেই। ১৯৯২ সালে অজয় দেবগনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কারিশমা। ১৯৯৫ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। পরে অভিষেক বচ্চনের সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে যায়। অজানা কারণে সেটাও ভেঙে যায়। ২০০৩ সালে ঘটা করে কারিশমার বিয়ে হয়েছিল বিজনেস টাইকুন সঞ্জয় কাপুরের সঙ্গে। ২০০৫ সালে জন্ম হয় মেয়ে সামায়রার। ছেলে কিয়ানের জন্ম ২০১০ সালে। এরপর থেকেই দু’জনের সম্পর্ক তেতো হতে শুরু করে।
 
View this post on Instagram
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এ সম্পর্কিত আরও পড়ুন প্রাক্তন | স্বামীর | কাছেই | ফিরছেন | কারিশমা