আর্কাইভ থেকে দেশজুড়ে

ফুলবাড়ীতে ৯৯৯ ফোন অসহায় নারীকে উদ্ধার করেছে পুলিশ

ফুলবাড়ীতে ৯৯৯ ফোন অসহায় নারীকে উদ্ধার করেছে পুলিশ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আত্মমর্যাদা সম্পন্ন এক অসহায় নারীকে একদল বখাটে সম্মানহানিকর প্রস্তাব দেয়।এতে তিনি রাজি না হয়ে প্রতিবাদ করায় বখাটেরা তাকে মারধর করে বসত বাড়িতে হামলা ভাংচুর চালায়।পরে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।এ বিষয়ে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। গেলো সোমবার (৬ জুন) সন্ধ্যা ৬ টায় ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা হাজীটারী এলাকায় এ ঘটনা ঘটে। লিখিত অভিযোগে জানা গেছে, ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা হাজীটারী গ্রামের মৃত মনছুর আলীর ছেলে জিয়ারুল হক ওই নারীকে মর্যাদা হানিকর প্রস্তাব দেন। এতে ওই নারী কর্ণপাত না করে উল্টো প্রতিবাদ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মধ্যে বাকবিতন্ডা হয়। পরে ওই এলাকার মৃত ওছমান আলীর ছেলে সিরাজ আলী, মমিনুল ইসলাম,হাসান আলী, গোবিন্দ চন্দ্র রায়, রাশেল মিয়া ও হামিদুল মিয়াসহ একটি দল উত্তেজিত হয়ে আবারও দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা ওই নারীকে মারধর করে বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও তছনছ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং আহত নারীকে উদ্ধার করে। ওই নারী ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে জিয়ারুল হক জানান, ওই নারীকে সম্মানহানিকর কোন প্রস্তাব দেয়া হয়নি বলে দাবী করে জানান, বরং ওই নারী বিভিন্ন অপকর্ম করে গ্রামের পরিবেশ নষ্ট করছেন। গ্রামের কিছু প্রতিবাদী মানুষ ওই নারীর কাছে প্রতিবাদ করলেই তিনি মিথ্যাচার করে কথ্য ভাষায় গালিগালাজ করেন। ঘটনার তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন,ওই নারীকে উদ্ধার ও অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন,এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন ফুলবাড়ীতে | ৯৯৯ | ফোন | অসহায় | নারীকে | উদ্ধার | করেছে | পুলিশ