জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) দিতে অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। গতকাল সোমবার (২০ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আমিরুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২১ সালের জেএসসি বা জেডিসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এসময়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের কোনও ‘ফি’ দিতে হবে না।
গত ১১ ডিসেম্বর থেকে জেএসসির ফরম পূরণ শুরু হয়। পরে ২০ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের তা পূরণের নির্দেশনা দেয়া হয়।
এক্ষেত্রে ব্যর্থ শিক্ষার্থীরা নবম শ্রেণিতে উত্তীর্ণ হতে পারবে না। অষ্টম শ্রেণিতে অনুত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে তারা। গত ৩০ নভেম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।
এস