দেশে গেলো ২৪ ঘণ্টায় করোনায় এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ২৮ হাজার ৫৫ জনের প্রাণহানি হলো।
দেশে গেলো ২৪ ঘণ্টায় করোনায় ভাইরাসে নতুন করে আক্রাক্ত হয়েছে ৩৪২ জন। এ নিয়ে মোট করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৭১০ জনে।
আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গেলো ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯১৩ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ০২ শতাংশ।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৯৫৬ জন।