একই মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ এই দুই টুর্নামেন্টের শিরোপা জয়ী ফুটবলারের তালিকাটা খুব একট বড় নয়। সেই ‘ডাবল’ রেকর্ডের তালিকায় ফুটবল ইতিহাসের ১২তম খেলোয়াড় হিসেবে একই মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ।
গতকাল রাতে ইন্টার মিলাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছে ইংলিশ লিগের দলটি। প্রিমিয়ার লিগের দ্বিতীয় ক্লাব হিসেবে ট্রেবল জেতার রেকর্ডও গড়লো দলটি। ওই রেকর্ডের ম্যাচেই রেকর্ড গড়েছেন দলটির হুলিয়ান আলভারেজ।
যদিও ফাইনালে মাঠে নামার সুযোগ দেওয়া হয়নি কাতার বিশ্বকাপ জয়ী আলভারেজকে। তারপরও তিনি চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন।
আলভারেজের আগে সর্বশেষ এই রেকর্ডের পাতায় নাম লিখিয়েছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ফ্রান্স ডিফেন্ডার রাফায়েল ভারানে। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতার পর ওই বছরই রিয়াল মাদ্রিদের হয়ে জেতেন চ্যাম্পিয়ন্স লিগ। আর ১৯৭৪ বিশ্বকাপে জার্মানির সাত ফুটবলার একসঙ্গে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়েছিলেন। তারা হলেন বায়ার্ন মিউনিখের হয়ে একই বছরে চ্যাম্পিয়নস লিগ জেতা- ফ্রেঞ্জ বেকেনবাওয়ার, জার্ড মুলার, সেপ মাইয়ার, পাউল ব্রিটনার, হান্স জর্জ শাওয়ারবেনবেক, উলি হোয়েনেস, জুপ কাপিলম্যান।
ভারানে ও আলভারেজের আগে ওই কীর্তি আছে ফ্রান্স মিডফিল্ডার ক্রিস্টিয়ান মারেম্বুর। তিনি রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ২০০২ সালে ব্রাজিলের হয়ে রর্বাতো কার্লোস বিশ্বকাপ ও রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। আর ২০১৪ সালে সামি খেদিরা জার্মানি ও রিয়ালের হয়ে ডাবল জেতেন।