আর্কাইভ থেকে ক্রিকেট

মুশফিক-মিরাজেই শেষ হলো প্রথম দিন

মুশফিক-মিরাজেই শেষ হলো প্রথম দিন
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩৬২ রানে থেমে থাকলো বাংলাদেশ। দিন শেষে ক্রিজে ছিলেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। বুধবার (১৪ জুন) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় আফগানিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১ রান করে ফিরে যান জাকির হাসান। জাকিরের বিদায়ের পর জুটি বাঁধেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়।  ১০০ পেরিয়ে জুটি যায় ২০০ ওপারে। নাজমুল শান্ত তুলে নেন শতক আর জয় পান অর্ধশতক। কিন্তু ৭৬ রানে জয় ফিরে গেলে ভেঙ্গে যায় ২১২ রানের জুটি। এরপর ক্রিজে আসেন মমিনুল হক। ১ টি করে চার ও ছক্কায় তিনি ১৫ রানেই ফিরে যান। মমিনুলের বিদায়ের পর ডাবল সেঞ্চুরির স্বপ্ন ভঙ্গ হয় নাজমুল শান্তর। আমির হামজাকে তুলে মারতে গিয়ে ১৪৬ রানেই তালুবন্ধি হন। ১৭৪ বলে ২ ছক্কা ও ২৩ চারে  একটি সুন্দর ইনিংসের অপমৃত্যু ঘটান। শান্তর বিদায়ের পর টিকতে পারেনি অধিনায়ক লিটন। ডাবল রানের খাতা খোলার আগেই ৯ রান করেই দেখেন প্যাভিলিয়নের পথ। শেষদিকে এসে মুশফিকুর রহিমের ৪১ ও মেহেদী হাসান মিরাজের ৪৩ রানের ইনিংসে ভর দিয়ে ৩৬২ রান সংগ্রহ করে বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও পড়ুন মুশফিকমিরাজেই | শেষ | হলো | প্রথম | দিন