আর্কাইভ থেকে বাংলাদেশ

ছুটিতে গেলেন জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলী

ছুটিতে গেলেন জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলী

ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ ছুটিতে গেলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. ইমান আলী। ব্যক্তিগত কারণ দেখিয়ে মার্চ পর্যন্ত ছুটি নিয়েছেন। যা এরই মধ্যে মঞ্জুর করে সংশ্লিষ্ট সব পক্ষকে জানিয়ে দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান বিচারপতি দপ্তরের একাধিক কর্মকর্তা।

এদিকে দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারক বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি অনুমোদন দেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। তিনি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি হিসেবে শেষ অফিস করেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এদিন সুপ্রিম কোর্টে মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, অবসরের পর নিশ্চিন্তে জীবন কাটাতে চান তিনি। তবে এ অনুষ্ঠানে আপিল বিভাগের সব বিচারপতি থাকলেও ছিলেন না জ্যেষ্ঠ বিচারপতি মো. ইমান আলী।

এদিক রাজধানীতে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি নিয়োগে জ্যৈষ্ঠতা লংঘন বলতে কিছু নেই।

উল্লেখ্য, আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে জ্যেষ্ঠতার ক্রমধারায় হাসান ফয়েজ সিদ্দিকীর অবস্থান দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছেন বিচারপতি মো. ইমান আলী।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ছুটিতে | গেলেন | জ্যেষ্ঠ | বিচারপতি | ইমান | আলী