আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন হবার ছয় মাস পূর্ণ হয়েছে গতকাল। বিশ্বকাপ জয়ের পরেও জয়রথ থেমে নেই আলবিসেলেস্তাদের। ফিফা উইন্ডোতে চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জয়ের পর মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।
আজ সোমবার (১৯ জুন)ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়াম বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।
ইন্দোনেশিয়ার বিপক্ষে আজকের ম্যাচে খেলবেন না আর্জেন্টিনার প্রাণভোমর ও অধিনায়ক লিওনেল মেসি। এছাড়াও থাকবেন না ডি মারিয়া ওতামেন্ডিনাও। তাই সবশেষ অস্ট্রেলিয়া ম্যাচের একাদশ থেকে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন আলবিসেলেস্তা কোচ লিওনেল স্কালোনি।
ফিফা র্যাংকিংয়ে শীর্ষ আছে আর্জেন্টিনা, ইন্দোনেশিয়ার অবস্থান ১৪৯ নম্বরে। শক্তির বিবেচনায় লড়াইটা একপেশেই হওয়ার কথা। তাই স্ক্যালোনি জানিয়েছেনও তরুণদের বাজিয়ে দেখতে চান এ ম্যাচে।
মেসি-ডি মারিয়া-ওতামেন্ডি বিহীন একাদশে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের থেকে এ সাত-আটটি পরিবর্তন আনতে পারে আর্জেন্টাইন কোচ। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের পরিবর্তে শুরুর একাদশে দেখা যেতে রুলিকে। শুরু থেকে একাদশে থাকতে পারেন ম্যানসিটি ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে। মাঝ মাঠে দেখা যেতে পারে লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসোকে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
জেরনিমো রুলি, নাহুয়েল মোলিনা, লিওনার্দো বালের্দি, জার্মান পেজেলা, মার্কোস আকুনা, প্যালাসিও, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, লুকাস ওকাম্পোস, জুলিয়ান আলভারেজ এবং গার্নাচো/নিকো গঞ্জালেজ।