আর্কাইভ থেকে দেশজুড়ে

‘সিসিক নির্বাচনে ১৯০ কেন্দ্রের ১৩২ টিই ঝুঁকিপূর্ণ’

‘সিসিক নির্বাচনে ১৯০ কেন্দ্রের ১৩২ টিই ঝুঁকিপূর্ণ’
২১ জুন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পঞ্চম নির্বাচন সুষ্ঠু করতে ৪২ ওয়ার্ডে ১৯০ কেন্দ্রে নিরাপত্তায় থাকবে ২ হাজার ৬০০ পুলিশ সদস্য। ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়াও ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়াও প্রতি কেন্দ্রে ১৪ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। থাকবে র‌্যাব, বিজিবির টহল। জানালেন সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ। মঙ্গলবার (২০ জুন) সকালে সিলেট পুলিশ লাইন্সে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সিলেট মহানগর পুলিশ কমিশনার বলেন,  সিসিক নির্বাচনে ১৯০ কেন্দ্রের ১৩২ টিই ঝুঁকিপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। বুধবার (২১ জুন) ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার ও ৪২ ওয়ার্ডের এই সিটিতে পঞ্চমকারের মতো নির্বাচন হতে যাচ্ছে। ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিলেটের ৮ মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টি মনোনীত নজরুল ইসলাম বাবুলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে জানিয়েছেন ভোটাররা। এই নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩৬০ এবং নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ জন। মেয়র পদে আট, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ ও সংরক্ষিত ওয়ার্ডে ৮৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন সিসিক | নির্বাচনে | ১৯০ | কেন্দ্রের | ১৩২ | টিই | ঝুঁকিপূর্ণ