আর্কাইভ থেকে ফুটবল

সেমিফাইনালের প্রত্যাশায় বেঙ্গালুরুতে অনুশীলনে জামালরা

সেমিফাইনালের প্রত্যাশায় বেঙ্গালুরুতে অনুশীলনে জামালরা
আগামীকাল ২১ জুন থেকে শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সব থেকে জনপ্রিয় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। আসরটিকে সামনে রেখে ভারতের বেঙ্গালুরুতে অনুশীলন শুরু করেছে বাংলাদেশের ফুটবলার।   জামাল ভুইয়াদের প্রথম ম্যাচ আগামী ২২ জুন বৃহস্পতিবার লেবাননের বিপক্ষে। এরপর ২৫ জুন মালদ্বীপ ও ২৮ জুন ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশীপ শুরু আগে প্রতিবারই বাংলাদেশ প্রত্যাশার ফানুশ উড়ায়। কিন্তু দিন শেষে ফলাফল আসে শূন্য। ২০০৩ সালে চ্যাম্পিয়ন বাংলাদেশ সবশেষ ২০০৯ সালে আসরটিতে সেমিফাইনাল খেলেছিল। এরপর ডিঙ্গাতে পারেনি গ্রুপ পর্ব। দেশ ছাড়ার আগে বাংলাদেশ কোচ বা অধিনায়কের মুখে অনেক চেষ্টা করেও ‘আমরা সাফ জিততে চাই’ কথাটি শোনা যায়নি। সংবাদ সম্মেলন বা অনুশীলন শেষে যখনই কথা বলেছেন হাভিয়ের কাবরেরা বা জামাল, কৌশলে এড়িয়ে গেছেন প্রসঙ্গটা। সামনে আনেন একটাই কথা, ‘আমরা ম্যাচ ধরে ধরে এগোব। তারপর দেখা যাক, কত দূর যেতে পারি। আমরা মনে করি, সেমিফাইনাল খেলা সম্ভব।’    

এ সম্পর্কিত আরও পড়ুন সেমিফাইনালের | প্রত্যাশায় | বেঙ্গালুরুতে | অনুশীলনে | জামালরা