আর্কাইভ থেকে ফুটবল

সাফের সূচিতে পরিবর্তন চায় পাকিস্তান

সাফের সূচিতে পরিবর্তন চায় পাকিস্তান
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসরের। টুর্নামেন্টির উদ্বোধনীর দিন রাত আটটায় ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। অথচ ফ্লাইট জটিলতায় টুর্নামেন্ট শুরুর ২৪ ঘণ্টা আগেও ভেন্যু ব্যাঙ্গালুরুতে পৌঁছানো সম্ভব হয়নি পাকিস্তানের। সে কারণে টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন আনার অনুরোধ জানিয়েছে তারা। পাকিস্তানের আসন্ন সাফে অংশ নেওয়া নিয়ে বেশ ঝামেলা পোহাতে হয়েছে। শুরুতে সরকারের নিষেধাজ্ঞা। পরে সবুজ সংকেত পেয়ে ভিসার আবেদন, ভারতের ভিসা পাওয়া। এরপর পর্যাপ্ত ফ্লাইটের টিকিট না পাওয়ায় টুর্নামেন্ট শুরুর একদিন আগেও অনিশ্চিত পাকিস্তানের সাফে খেলা। আর সে কারণেই সাফের সূচিতে পরিবর্তন আনতে কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন। কিন্তু পাকিস্তানের অনুরোধ রাখা সম্ভব হচ্ছে না সাউথ এশিয়া ফুটবল ফেডারেশনের। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল সাফ জানিয়ে দিয়েছেন, ‘এই মুহূর্তে সূচি নড়চড় করার কোনো সুযোগ নেই। ব্রডকাস্টার ইস্যু ছাড়া আরও অনেক কিছুই বিদ্যমান সূচির সঙ্গে সম্পৃক্ত। ফলে কোনোভাবেই এটি পরিবর্তনযোগ্য নয়।’    

এ সম্পর্কিত আরও পড়ুন সাফের | সূচিতে | পরিবর্তন | চায় | পাকিস্তান