আর্কাইভ থেকে দেশজুড়ে

কাউকে সমর্থন দেয়ার প্রশ্নই ওঠে না: আরিফুল হক

কাউকে সমর্থন দেয়ার প্রশ্নই ওঠে না: আরিফুল হক
আমি আগেই বলেছি, আমার দল নির্বাচনে যাবে না। গেলো ২০ মে সমাবেশ করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছি। এখন কাউকে সমর্থন দেয়ার প্রশ্নই ওঠে না। বললেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (২০ জুন) রাত পৌনে ১২টার দিকে একটি ফেসবুক পেজ থেকে লাইভে অংশ নিয়ে সিসিক নির্বাচন নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করেন তিনি। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে আরিফুল হক চৌধুরী বলেন, আপনারা প্রহসনের নির্বাচনে অংশ নেবেন না। আজ আমি দাদার বাড়ি গিয়ে আম কুড়াব। উল্লেখ্য, নির্বাচনে অংশগ্রহণ করা বা না করার বিষয়টি দীর্ঘদিন ঝুলিয়ে রেখেছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী। নানা নাটকীয়তার পর দলের সিদ্ধান্তের কথা বলে গেলো ২০ মে সমাবেশ করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তবে, নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল তার বন্ধু হওয়ায় অনেকে মনে করছিলেন যে, আরিফ বলয় বা বিএনপির ভোট বাবুল পাবেন। কিন্তু ভোটে কাউকে সমর্থন না দেওয়ার বিষয়টি ক্লিয়ার করেছেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন কাউকে | সমর্থন | দেয়ার | প্রশ্নই | ওঠে | আরিফুল | হক