আর্কাইভ থেকে বাংলাদেশ

এবার করোনায় আক্রান্ত কেজরিওয়াল

এবার করোনায় আক্রান্ত কেজরিওয়াল

করোনা পরিস্থিতি নিয়ে দেশবাসিকে উদ্বেগ না হওয়ার পরামর্শ দিতে না দিতেই এর ছোবলে পরলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 

আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে টুইটারে নিজেই এ খবর জানিয়েছেন।

টুইটে মুখ্যমন্ত্রী জানান, হালকা উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। এখন বাড়িতে আইসোলেশনে আছেন। গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছেন তাদেরকে আলাদা থাকতে ও করোনা পরীক্ষা করানোর অনুরোধ করেন তিনি।

ভারতের বিভিন্ন রাজ্যে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। এই ভাইরাসের আগ্রাসী ওমিক্রন ধরন যেন এখন পাল্লা দিয়ে বেড়েই চলছে। 

সোমবার (৩ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনের তথ্য মতে,  দিল্লিতে জিনোম সিকোয়েন্সিংয়ে শতাংশের নমুনায় ওমিক্রন পাওয়া গেছে। জানা গেছে, ৩০ ও ৩১ ডিসেম্বরের মধ্যে যতগুলো নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল তার মধ্যে ৮৪ শতাংশেই ওমিক্রন পজিটিভ।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন এক বুলেটিনে জানান, গতকাল নতুন করে চার হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। আর এতে সংক্রমণের হার বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন এবার | করোনায় | আক্রান্ত | কেজরিওয়াল