আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহী মেডিকেলে করোনায় ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে করোনায় ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে (রামেক) করোনা ইউনিটে একদিনে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।

গত মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল থেকে আজ বুধবার (৫ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে এই মৃত্যু খবর পাওয়া যায়। 

এর আগে গত ৩১ ডিসেম্বর রামেকে একজন করোনা সংক্রমণে মারা যান। এরপর ১ জানুয়ারি সকাল ৯টার পর থেকে ৪ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত টানা মৃত্যুহীন ছিল করোনা ইউনিট।

রাজশাহী মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় এখানে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিনজন। এদের মধ্যে দুজন রাজশাহী এবং একজন নাটোর জেলার বাসিন্দা।

হাসপাতালের আইসিইউ এবং ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে দুজন করে রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন পুরুষ এবং দুই নারী রয়েছেন। তাদের দুজনের বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে। অন্য দুজন ষাটোর্ধ্ব।


তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন রাজশাহী | মেডিকেলে | করোনায় | ৪ | জনের | মৃত্যু